অপূর্ণতা
- শাহরিয়ার আসিফ - (পংক্তি) ০৭-০৫-২০২৪

পূর্ণতার আশায় বুক বেধেছি নিরালায়,
সুদীর্ঘ নিশ্বাস গুলো ছেড়েছি হতাশায়।
স্বপ্নগুলো রুপ ধরেছে অদৃশ্যতায়,
সময়গুলো আড়ালেই পাশ এড়ায়।

না চাইতেই অশ্রু বাধে চোখের কোনায়,
বিষন্বতার হাক ডেকেছে হৃদ কোঠায়।
আবেগ গুলো সব নিঃসংকোচে হারায়,
বিশ্বাসগুলো আজ খেলছে ছলনায়।

পূর্ণতার স্পর্শ আর দেয় না আমায়,
'অ' যোগে নাম ধরে অপূর্ণতায়।
অপূর্ণতা গ্রাস করেছে আমার চাওয়ায়,
অনিশ্চয়তায় রং হীন আজ বাঁচি নিরাশায়।।।।।

তবুও পূর্ণতা পাই না অপূর্ণতায়।।।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।